আপনার প্রয়োজন, ভালবাসা
সৃস্টিকর্তার ভালবাসা
ঈশ্বরকে ভালবাসা এবং পাপ একসাথে করা সম্ভব না, কিন্তু তিনি নিশ্চয়ই আপনাকে ভালবাসেন! আপনি কি জানেন তিনি আপনার জন্য তাঁর ভালবাসা প্রমাণ করেছেন [ 1]?
ঈশ্বর আপনাকে একটি উদ্দেশ্য দিয়ে তৈরি করেছেন: তিনি আজ এবং ভবিষ্যতে আপনার সাথে [ 2] সম্পর্কের জন্য দীর্ঘস্থায়ী করতে চান । ঈশ্বর আপনাকে অনেক ভালোবাসেন, আপনার পাপের কারণে তাঁর থেকে আপনি দূরে চলে যান এমন কোন ইচ্ছা তাঁর নেই [ 3]। ঈশ্বর এই জীবনের পরেই আপনার রায় দিতে চান না, তাই তিনি আপনার জন্য প্রায়শ্চিত্তের পথ তৈরি করে দিয়েছেন!
ঈশ্বরের সমাধান
আপনার জন্য তাঁর প্রকৃত ভালবাসার কারণেই ঈশ্বর নিজে আপনার পাপের সমস্যার সমাধান দিয়েছেন [ 4]। তিনি তাঁর একমাত্র পুত্র, যিশু খ্রিস্টকে পাঠিয়েছেন, যিনি আমাদের পাপ থেকে আমাদের রক্ষা করার জন্য নিজের জীবন দিয়েছেন [ 5]। ঈশ্বরের পুত্র, প্রভু যীশু খ্রীষ্টকে পাপের পরিত্রাতা এবং আপনার জীবনের প্রভু হিসাবে বিশ্বাস করে আপনি আপনার পাপের জন্য সম্পূর্ণ ক্ষমা পাবেন [ 6]। এটি একটি পাপ মুক্তির জন্য ঈশ্বরের প্রস্তাব, আপনার জন্য: শুধুমাত্র যীশু খ্রীষ্টের মাধ্যমে আপনি ঈশ্বরকে খুঁজে পেতে পারেন [ 7]। মনে রাখবেন যে এটি আপনার নিজের পাপ থেকে মুক্ত করার জন্য ঈশ্বরের একটি বড় আশীর্বাদ [ 8]।
আসুন আমরা এই অনন্য ব্যক্তিকে, প্রভু যীশু খ্রীষ্টের সম্পর্কে আরও কিছু পড়ি, যেহেতু তিনি ঈশ্বরের নিকটবর্তী হওয়ার এবং মৃত্যুর পর অনন্তজীবন লাভের চাবিকাঠি হিসাবে আমাদের কাছে এসেছেন!
[1]
কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাঁহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন; কারণ আমরা যখন পাপী ছিলাম, তখনও খ্রীষ্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। সুতরাং সমপ্রতি তাঁহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চিত যে, তাঁহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব। রোমীয় 5:8-9 ROVU
কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার এক জাত পুত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। যোহন 3:16 ROVU
কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। যোহন 15:13 ROVU
আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে যে, ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা তাঁহার দ্বারা জীবন লাভ করিতে পারি। ইহাতেই প্রেম আছে; আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম, তাহা নয়; কিন্তু তিনিই আমাদিগকে প্রেম করিলেন, এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। ১ যোহন 4:9-10 ROVU
[2]
আমরা প্রেম করি, কারণ তিনিই প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন। ১ যোহন 4:19 ROVU
আর ঈশ্বরের যে প্রেম আমাদের মধ্যে আছে, তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম; আর প্রেমে যে থাকে, সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। ১ যোহন 4:16 ROVU
কারণ পিতা আপনি তোমাদিগকে ভাল বাসেন, কেননা তোমরা আমাকে ভাল বাসিয়াছ, এবং বিশ্বাস করিয়াছ যে, আমি ঈশ্বরের নিকট হইতে বাহির হইয়া আসিয়াছি। যোহন 16:27 ROVU
[3]
দুষ্ট লোকের মরণে কি আমার কিছু সন্তোষ আছে? ইহা প্রভু সদাপ্রভু কহেন; বরং সে আপন কুপথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতে কি আমার সন্তোষ হয় না? যিহিষ্কেল 18:23 ROVU
তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম ও গ্রাহ্য; তাঁহার ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়, ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে। কারণ একমাত্র ঈশ্বর আছেন; ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন ১ তীমথিয় 2:3-5 ROVU
কারণ যে মরে, তাহার মরণে আমার কিছু সন্তোষ নাই, ইহা প্রভু সদাপ্রভু বলেন; অতএব তোমরা মন ফিরাইয়া বাঁচ। যিহিষ্কেল 18:32 ROVU
তুমি তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নাই; বরং দুষ্ট লোক যে আপন পথ হইতে ফিরিয়া বাঁচে, [ইহাতেই আমার সন্তোষ]। তোমরা ফির, আপন আপন কুপথ হইতে ফির; কারণ, হে ইস্রায়েল-কুল, তোমরা কেন মরিবে? যিহিষ্কেল 33:11 ROVU
কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাঁহার দ্বারা পরিত্রাণ পায়। যোহন 3:17 ROVU
[4]
সত্য হারাইয়া গিয়াছে, দুষ্কর্মত্যাগী লোক লুন্ঠিত হইতেছে। আর সদাপ্রভু দৃষ্টিপাত করিলেন, ন্যায়বিচার না থাকাতে অসন্তুষ্ট হইলেন। তিনি দেখিলেন, কোন পুরুষ বর্তমান নাই; এবং চমকিত হইলেন, কেননা অনুরোধকারী কেহ নাই; এই হেতু তাঁহারই বাহু তাঁহার জন্য পরিত্রাণ সাধন করিল, তাঁহারই ধর্মশীলতা তাঁহাকে তুলিয়া ধরিল। যিশাইয় 59:15-16 ROVU
[5]
আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি যে, পিতা পুত্রকে জগতের ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছেন। যে কেহ স্বীকার করিবে যে, যীশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন এবং সেও ঈশ্বরে থাকে। ১ যোহন 4:14-15 ROVU
আর তিনি পুত্র প্রসব করিবেন, এবং তুমি তাঁহার নাম যীশু [ত্রাণকর্তা] রাখিবে; কারণ তিনিই আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। মথি 1:21 ROVU
কারণ অদ্য দায়ূদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন; তিনি খ্রীষ্ট প্রভু। লূক 2:11 ROVU
তাঁহারা কহিলেন, তুমি ও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে। প্রেরিত্ 16:31 ROVU
কারণ তুমি যদি ‘মুখে’ যীশুকে প্রভু বলিয়া স্বীকার কর, এবং ‘হৃদয়ে’ বিশ্বাস কর যে, ঈশ্বর তাঁহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে, ধার্মিকতার জন্য, এবং মুখে স্বীকার করে, পরিত্রাণের জন্য। কেননা শাস্ত্রে বলে, ‘‘যে কেহ তাঁহার উপরে বিশ্বাস করে, সে লজ্জিত হইবে না।” রোমীয় 10:9-11 ROVU
এই কথা বিশ্বসনীয় ও সর্বতোভাবে গ্রহণের যোগ্য যে, খ্রীষ্ট যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন; তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য ১ তীমথিয় 1:15 ROVU
আর তাঁহাকেই ঈশ্বর অধিপতি ও ত্রাণকর্তা করিয়া আপন দক্ষিণ হস্ত দ্বারা উন্নত করিয়াছেন, যেন ইস্রায়েলকে মনপরিবর্তন ও পাপ মোচন দান করেন। প্রেরিত্ 5:31 ROVU
[6]
তিনিই আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন; ইঁহাতেই আমরা মুক্তি, পাপের মোচন, প্রাপ্ত হইয়াছি। কলসীয় 1:13-14 ROVU
কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে, এবং তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে। ১ যোহন 1:7 ROVU
যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন, এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে শুচি করিবেন। ১ যোহন 1:9 ROVU
[7]
যীশু তাহাকে বলিলেন, আমিই পথ ও সত্য ও জীবন; আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। যোহন 14:6 ROVU
কারণ একমাত্র ঈশ্বর আছেন; ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন, তিনি মনুষ্য, খ্রীষ্ট যীশু, তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন; এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য ১ তীমথিয় 2:5-6 ROVU
কারণ পিতা কাহারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচার-ভার পুত্রকে দিয়াছেন, যেন সকলে যেমন পিতাকে সমাদর করে, তেমনি পুত্রকে সমাদর করে। পুত্রকে যে সমাদর করে না, সে পিতাকে সমাদর করে না, যিনি তাঁহাকে পাঠাইয়াছেন। যোহন 5:22-23 ROVU
আর সেই সাক্ষ্য এই যে, ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়াছেন, এবং সেই জীবন তাঁহার পুত্রের মধ্যে আছে। পুত্রকে যে পাইয়াছে, সে সেই জীবন পাইয়াছে; ঈশ্বরের পুত্রকে যে পায় নাই, সে সেই জীবন পায় নাই। ১ যোহন 5:11-12 ROVU
[8]