ফুলের চেয়েও দামী

ফুলের চেয়েও দামী

জীবনযাত্রায়ও:

ঘাসের মাঝে মলিন হয়ে যাওয়া ফুলের মতো মানুষও মলিন হয়ে যায় …

ঘাস শুকিয়ে যায় এবং এর ফুল ঝড়ে যায় …

দুঃখজনক কিন্তু সত্যি, তাই না? আমাদের জীবন খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এমনকি বুড়ো বয়সে পৌঁছানোর পরও এমন মনে হবে। আপনি বাইবেল [ 1], ঈশ্বরের বাক্যে [2] এমন অর্থ খুঁজে পেতে পারেন ।

প্রকৃতির প্রমাণ

ঈশ্বর যিনি ফুল সৃষ্টি করেছেন, তিনিই মানুষও সৃষ্টি করেছেন। যখন আপনার হৃদয়ের গভীরে ডুব দেন, আপনি বুঝতে পারেন যে তিনি সেখানে আছে। ঠিক যেমন সকল মানুষই বুঝতে পারে, যারা দূরবর্তী স্থানে বা পূর্ববর্তী সময়ে বসবাস করতো, তারাও [ 3]। এখানে পৃথিবীর প্রকৃতি এবং জীবন-পরিস্থিতিগুলি সাময়িকভাবে বা বিগ ব্যাংয়ের ফলাফলের জন্য খুব নিখুঁত।

শুধু স্ক্রু, বোল্টু এবং পেরেকের প্রয়োজনীয় বক্সের সাথে এটি তুলনা করুন। যদি আপনি বাক্সটি ঝাঁকান, আপনি কি মসৃন শব্দ শুনতে পাবেন? আমাদের, ঈশ্বর আছে প্রমাণ করার জন্য দীর্ঘ যুক্তি দিতে হয় না: প্রকৃতি ঈশ্বরের প্রমাণ। কেবল প্রকৃতির দিকে তাকিয়ে, প্রত্যেক ব্যক্তি বুঝতে সক্ষম হয় যে এটি অবশ্যই ঈশ্বর নিজে সৃষ্টি করেছেন। ঈশ্বর স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন [4], এটি কেবল একটি সত্য। তিনি মানুষের জীবন দিয়েছেন [ 5] – এবং প্রাণীদেরও [6]। এমনকি ক্ষুদ্রতম পোকা বা ফুল তার সৃষ্টিকর্তার অবিশ্বাস্য সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তা প্রমাণ করে।

মনের দরজা খুলুন

কিছু মানুষ কেবল ঈশ্বরের উপস্থিতি অস্বীকার করে। এমনকি তারা মনে করতে পারে যে তারা ঈশ্বরে বিশ্বাসী লোকদের চাইতে বেশি জ্ঞানী [ 7]। অথবা তারা বিশ্বাস করে “কিছু আছে”, কিন্তু এটি কি বা কে আছে তা খুঁজে বের করতে চায় না [ 8]। আপনার চিন্তা কি? আপনার হৃদয়কে কঠিন করবেন না [ 9]: শুধু অনুসন্ধান শুরু করুন [10] এবং ঈশ্বরের জন্য মনের দরজা খুলে দিন, তিনিও আপনাকে একই ভাবে গ্রহণ করবেন [11]। তাঁর কাছে আপনি ফুলের চাইতেও দামী [ 12]!

একবার ভেবে দেখুন

এই মহান ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা, আপনার সাথে যোগাযোগ করতে চায়। আসুন দেখি ঈশ্বর তাঁর মনের কি রেখেছেন [ 13]!

অবিরত: তৃষ্ণার্ত ফুল

PS: পাঠ্য সংখ্যা: […]। সংশ্লিষ্ট বাইবেলভেরস (এনকেজেভি) দেখতে নিচে স্ক্রল করুন!

[1]

একজনের রব, সে বলিতেছে, ‘ঘোষণা কর,’ একজন কহিল, ‘কি ঘোষণা করিব?’ ‘মর্ত্যমাত্র তৃণস্বরূপ, তাহার সমস্ত কান্তি ক্ষেত্রস্থ পুষ্পের তুল্য। তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ্নান হইয়া পড়ে, কারণ তাহার উপরে সদাপ্রভুর নিশ্বাস বহে; সত্যই লোকেরা তৃণস্বরূপ। তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ্নান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে।’ যিশাইয় 40:6-8 ROVU

কেননা ‘‘মর্ত্যমাত্র তৃণের তুল্য ও তাহার সমস্ত কান্তি তৃণপুষ্পের তুল্য; তৃণ শুষ্ক হইয়া গেল, এবং পুষ্প ঝরিয়া পড়িল, কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে।” আর ইহা সেই সুসমাচারের বাক্য, যাহা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছে। ১ পিতর 1:24-25 ROVU

[2]

তোমার বাক্যের সমষ্টি সত্য, তোমার ধর্মময় প্রত্যেক শাসন চিরস্থায়ী। গীত 119:160 ROVU

তাহাদিগকে সত্যে পবিত্র কর; তোমার বাক্যই সত্যস্বরূপ। যোহন 17:17 ROVU

যে সত্য সেই অনন্ত জীবনের আশাযুক্ত, যাহা মিথ্যাকথনে অসমর্থ ঈশ্বর অতি পূর্বকালে প্রতিজ্ঞা করিয়াছিলেন তীত 1:2 ROVU

আর ভক্তির নিগূঢ়তত্ত্ব মহৎ, ইহা সর্বসম্মত, যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন, দূতগণের নিকট দর্শন দিলেন, জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন, সপ্রতাপে ঊর্ধ্বে নীত হইলেন। ১ তীমথিয় 3:16 ROVU

কারণ ভাববাণী কখনও মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন, তাহাই বলিয়াছেন। ২ পিতর 1:21 ROVU

[3]

ফলতঃ তাঁহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাঁহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব, জগতের সৃষ্টিকাল অবধি তাঁহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে, এই জন্য তাঁহাদের উত্তর দিবার পথ নাই রোমীয় 1:20 ROVU

আর তিনি এক ব্যক্তি হইতে মনুষ্যদের সকল জাতিকে উৎপন্ন করিয়াছেন, যেন তাহারা সমস্ত ভূতলে বাস করে; তিনি তাহাদের নির্দিষ্ট কাল ও নিবাসের সীমা স্থির করিয়া দিয়াছেন; যেন তাহারা ঈশ্বরের অন্বেষণ করে, যদি কোন মতে হাতড়াইয়া হাতড়াইয়া তাঁহার উদ্দেশ পায়; অথচ তিনি আমাদের কাহারও হইতে দূরে নহেন। কেননা তাঁহাতেই আমাদের জীবন, গতি ও সত্তা; যেমন তোমাদের কয়েক জন কবিও বলিয়াছেন, ‘কারণ আমরাও তাঁহার বংশ’। অতএব আমরা যখন ঈশ্বরের বংশ, তখন ঈশ্বরের স্বরূপকে মনুষ্যের শিল্প ও কল্পনা অনুসারে ক্ষোদিত স্বর্ণের কি রৌপ্যের কি প্রস্তরের সদৃশ জ্ঞান করা আমাদের কর্তব্য নহে। ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সর্বস্থানের সকল মনুষ্যকে মনপরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন; কেননা তিনি একটি দিন স্থির করিয়াছেন, যে দিনে আপনার নিরূপিত ব্যক্তি দ্বারা ন্যায়ে জগৎ সংসারের বিচার করিবেন; এই বিষয়ে সকলের বিশ্বাস যোগ্য প্রমাণ দিয়াছেন, ফলতঃ মৃতগণের মধ্য হইতে তাঁহাকে উঠাইয়াছেন। প্রেরিত্‌ 17:26-31 ROVU

[4]

আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাঁহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে। গীত 19:1 ROVU

ঈশ্বর, যিনি জগৎ ও তন্মধ্যস্থ সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন, তিনিই স্বর্গের ও পৃথিবীর প্রভু, সুতরাং হস্তনির্মিত মন্দিরে বাস করেন না; কোন কিছুর অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিতও হন না, তিনিই সকলকে জীবন, শ্বাস ও সমস্তই দিতেছেন। প্রেরিত্‌ 17:24-25 ROVU

অতএব আমরা যখন ঈশ্বরের বংশ, তখন ঈশ্বরের স্বরূপকে মনুষ্যের শিল্প ও কল্পনা অনুসারে ক্ষোদিত স্বর্ণের কি রৌপ্যের কি প্রস্তরের সদৃশ জ্ঞান করা আমাদের কর্তব্য নহে। প্রেরিত্‌ 17:29 ROVU

[5]

বস্তুতঃ তুমিই আমার মর্ম রচনা করিয়াছ; তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে। আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত; তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে। আমার দেহ তোমা হইতে লুক্কায়িত ছিল না, যখন আমি গোপনে নির্মিত হইতেছিলাম, পৃথিবীর অধঃস্থানে শিল্পিত হইতেছিলাম। তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে, তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল, যাহা দিন দিন গঠিত হইতেছিল, যখন সেই সকলের একটিও ছিল না। গীত 139:13-16 ROVU

[6]

পশুদিগকে জিজ্ঞাসা কর, তাহারা তোমাকে শিক্ষা দিবে; আকাশের পক্ষিগণকে জিজ্ঞাসা কর, তাহারা তোমাকে বলিয়া দিবে; পৃথিবীকে বল, সে তোমাকে শিক্ষা দিবে, সমুদ্রের মৎস্যগণ তোমাকে বলিয়া দিবে। এ সকল দেখিয়া কে না জানে যে, সদাপ্রভুরই হস্ত ইহা সম্পন্ন করিয়াছে; তাঁহারই হস্তে সমস্ত জীবের প্রাণ, সমস্ত মানব জাতির আত্মা রহিয়াছে। ইয়োব 12:7-10 ROVU

[7]

মূঢ় মনে মনে বলিয়াছে, ‘ঈশ্বর নাই’। তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্হ কর্ম করিয়াছে; সৎকর্ম করে এমন কেহই নাই। গীত 14:1 ROVU

মূঢ় মনে মনে বলিয়াছে, ‘ঈশ্বর নাই’। তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্হ অধর্ম করিয়াছে; সৎকর্ম করে, এমন কেহ নাই। গীত 53:1 ROVU

দুষ্ট লোক নাক তুলিয়া [বলে,] তিনি অনুসন্ধান করিবেন না; ঈশ্বর নাই, ইহাই তাহার চিন্তার সার। গীত 10:4 ROVU

[8]

কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাঁহাকে ঈশ্বর বলিয়া তাঁহার গৌরব করে নাই; ধন্যবাদও করে নাই; কিন্তু আপনাদের তর্কবিতর্কে অসার হইয়া পড়িয়াছে, এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। রোমীয় 1:21 ROVU

[9]

তবে আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন সেই বিদ্রোহ-স্থানে, প্রান্তরের মধ্যে সেই পরীক্ষার দিবসে ঘটিয়াছিল ইব্রীয় 3:8 ROVU

ফলতঃ উক্ত আছে, ‘‘অদ্য যদি তোমরা তাঁহার রব শ্রবণ কর, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন সেই বিদ্রোহ-স্থানে।” ইব্রীয় 3:15 ROVU

আবার তিনি পুনরায় এক দিন নিরূপণ করিয়া দায়ূদ-গ্রন্থে এত কালের পর বলেন, ‘‘অদ্য,” যেমন পূর্বে বলা হইয়াছে, “অদ্য যদি তোমরা তাঁহার রব শ্রবণ কর, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না।” ইব্রীয় 4:7 ROVU

আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন মরীবায়, মরীবা, অর্থাৎ বিবাদ। যেমন প্রান্তরের মধ্যে মঃসার দিবসে, করিয়াছিলে। গীত 95:8 ROVU

[10]

যাচ্ঞা কর, তোমাদিগকে দেওয়া যাইবে; অন্বেষণ কর, পাইবে; দ্বারে আঘাত কর, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচ্ঞা করে, সে গ্রহণ করে; এবং যে অন্বেষণ করে, সে পায়; আর যে আঘাত করে, তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। মথি 7:7-8 ROVU

আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে; কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে যিরমিয় 29:13 ROVU

[11]

ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপিগণ, হস্ত শুচি কর; হে দ্বিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ কর। যাকোব 4:8 ROVU

হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী; লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। গীত 75:1 ROVU

কিন্তু ঈশ্বরের নিকটে থাকা আমারই পক্ষে মঙ্গল; আমি প্রভু সদাপ্রভুর শরণ লইলাম, যেন তোমার সমস্ত ক্রিয়া বর্ণনা করিতে পারি। গীত 73:28 ROVU

দেখ, আমি দ্বারে দাঁড়াইয়া আছি, ও আঘাত করিতেছি; কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব, ও তাহার সহিত ভোজন করিব, এবং সেও আমার সহিত ভোজন করিবে। প্রকাশিত বাক্য 3:20 ROVU

[12]

অতএব তোমরা অতি ক্ষুদ্র কর্মও যদি করিতে না পার, তবে অন্য অন্য বিষয়ে কেন ভাবিত হও? কানুড় পুষ্পের বিষয় বিবেচনা কর, সেইগুলি কেমন বাড়ে; সেই সকল কোন শ্রম করে না, সূতাও কাটে না, তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, শলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না। ভাল, ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এইরূপ বিভূষিত করেন, তবে হে অল্পবিশ্বাসীরা, তোমাদিগকে কত অধিক নিশ্চয় বিভূষিত করিবেন! লূক 12:26-28 ROVU

[13]

কারণ সদাপ্রভু কহেন, আমার সঙ্কল্প সকল ও তোমাদের সঙ্কল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ, ও তোমাদের সঙ্কল্প হইতে আমার সঙ্কল্প তত উচ্চ। যিশাইয় 55:8-9 ROVU

তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি, তাহা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি, সেই বিষয়ে সিদ্ধার্থ হইবে। যিশাইয় 55:11 ROVU