বাধা

বাধা

ঈশ্বর পবিত্র এবং ন্যায়পরায়ণ । এর অর্থ হল যে তিনি তাঁর উপস্থিতিতে কোন কিছুকে পাপ করার অনুমতি দিতে পারেন না [ 1]।

বিচ্ছেদ

ঈশ্বর পবিত্র, এর মানে হলো তাঁর ও আমাদের মধ্যে একটি বাধা আছে। বাইবেল আমাদের “পাপ” হিসাবে সমস্ত ভুলের যোগফল বলে এবং পাপ হল এমন সমস্যা যা আমাদেরকে, মানুষকে ঈশ্বর থেকে আলাদা করে [ 2]। এই মুহূর্তে, এই পৃথিবীতে, এবং এই জীবনের পরেও [ 3]।

সত্যিকার অর্থে বলতে পারেন যে জীবনের কোনও ভুল কি কখনও করেননি [ 4]? এমনকি আমাদের ক্ষুদ্রতম পাপও আমাদের দোষারোপ করার যথেষ্ট কারণ যখন ঈশ্বর আমাদের জীবন বিচার করেন [ 5]।

এটি একটি কঠিন বার্তা: এই সব উপলব্ধি করে, কেউ কি কখনও স্বর্গে ঈশ্বরের সাথে অনন্তকাল কাটাতে পারে? এবং স্বর্গ অবশ্যই সেই স্হান যেখানে আমরা সবাই মৃত্যুর পর যেতে ইচ্ছুক …

ভালো জীবন?

আপনি বলতে পারেন: “এক মিনিট থামুন, আমি খারাপ নই! ঠিক আছে, আমি আমার জীবনে কিছু ভুল করেছি, কিন্তু আমি অনেক ভাল কাজও করেছি, তাই আমি অবশ্যই স্বর্গে যাবো, তাই না? ”

ঠিক আছে, এমনকি যারা মনে করে যে তারা আসলেই খারাপ নয়, তারাও পাপ করেছে। এমনকি একটি ছোট মিথ্যা বা খারাপ চিন্তা একই, সব পাপ। সত্যিই খারাপ আচরণ বা অপরাধের কথা বাদই দিলেন। যদি আপনি মনে করেন যে আপনি এত খারাপ না, তবে নিজেকে মিথ্যা বলবেন না: আমরা সবাই জানি যে আমরা আমাদের জীবনে কী ভুল করেছি এবং কেউই নিখুঁত নয় [ 6]।

স্বর্গ উপার্জন করা যাবে না

Yআপনি বলতে পারেন: “আমি হয়তো নিখুঁত নই, কিন্তু আমি অনেক ভাল কাজও করেছি”। অবশ্যই জীবনে ভালো কিছু করতে ভালো লাগে [ 7]। শুধুমাত্র: আপনার ভাল কাজ আপনার পাপ মুছে ফেলতে পারে না [ 8]। আমরা ভাল কাজের নম্বর দিয়ে স্বর্গে জায়গা উপার্জন করতে পারি না। সুতরাং কেউই স্বর্গে এ বিষয়ে গর্ব করতে পারবে না। প্রভু যীশু বলেছেন যে এ জন্যই আমাদের উচিত: তাঁর ওপর বিশ্বাস রাখা, কারণ তিনি আমাদের পাপের জন্য ক্ষমা দিতে পারেন [ 9]।

আশা আছে

পড়তে থাকুন, কারণ আপনার পাপের সমস্যা সমাধানের আশা আছে [ 10]!

অবিরত: আপনি শুধুমাত্র একবার বাস

 

[1]

সদাপ্রভুর ন্যায় পবিত্র কেহ নাই, তুমি ব্যতীত আর কেহ নাই, আমাদের ঈশ্বরের তুল্য শৈল নাই। ১ শমূয়েল 2:2 ROVU

তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা কর, তাঁহার পাদপীঠের অভিমুখে প্রণিপাত কর; তিনি পবিত্র। গীত 99:5 ROVU

কিন্তু বাহিনীগণের সদাপ্রভু বিচারে উন্নত হন, পবিত্রতম ঈশ্বর ধর্মশীলতায় পবিত্র বলিয়া মান্য হন। যিশাইয় 5:16 ROVU

কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইস্রায়েলের পবিত্রতম, তোমার ত্রাণকর্তা; আমি তোমার মুক্তির মূল্য বলিয়া মিসর, তোমার পরিবর্তে কূশ ও সবা দিয়াছি। যিশাইয় 43:3 ROVU

হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমার পবিত্রতম, তুমি কি অনাদিকাল হইতে নহ? আমরা মারা পড়িব না; হে সদাপ্রভু, তুমি বিচারার্থেই উহাকে নিরূপণ করিয়াছ; হে শৈল, তুমি শাসনার্থেই উহাকে স্থাপন করিয়াছ। তুমি এমন নির্মলচক্ষু যে মন্দ দেখিতে পার না, এবং দুষ্কার্যের প্রতি তুমি দৃষ্টিপাত করিতে পার না, তবে বিশ্বাসঘাতকদের প্রতি কেন দৃষ্টিপাত করিতেছ? আর দুর্জন আপনার অপেক্ষা ধার্মিক লোককে গ্রাস করিলে কেন নীরব থাক? হবক্‌ 1:12-13 ROVU

দূত উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন, এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে; এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন, তাঁহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। লূক 1:35 ROVU

সেই চারি প্রাণীর প্রত্যেকের ছয় ছয়টি পক্ষ, এবং তাঁহারা চারিদিকে ও ভিতরে চক্ষুতে পরিপূর্ণ; আর তাঁহারা দিবারাত্র অবিরাম এই কথা কহিতেছেন, ‘পবিত্র, পবিত্র, পবিত্র প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন, ও যিনি আছেন, ও যিনি আসিতেছেন।’ প্রকাশিত বাক্য 4:8 ROVU

[2]

কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাঁহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। যিশাইয় 59:2 ROVU

[3]

কেননা পাপের বেতন মৃত্যু; কিন্তু ঈশ্বরের অনুগ্রহ-দান আমাদের প্রভু যীশু খ্রীষ্টেতে অনন্ত জীবন। রোমীয় 6:23 ROVU

পরে কামনা সগর্ভা হইয়া পাপ প্রসব করে, এবং পাপ পরিপক্ব হইয়া মৃত্যুকে জন্ম দেয়। যাকোব 1:15 ROVU

অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল; আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল রোমীয় 5:12 ROVU

যেন পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করিয়াছিল, তেমনি আবার অনুগ্রহ ধার্মিকতা দ্বারা, অনন্ত জীবনের নিমিত্ত, আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা, রাজত্ব করে। রোমীয় 5:21 ROVU

দেখ, সমস্ত প্রাণ আমার; যেমন পিতার প্রাণ, তদ্রূপ সন্তানের প্রাণও আমার; যে প্রাণী পাপ করে, সেই মরিবে। যিহিষ্কেল 18:4 ROVU

যে প্রাণী পাপ করে, সেই মরিবে; পিতার অপরাধ পুত্র বহন করিবে না; ও পুত্রের অপরাধ পিতা বহন করিবে না; ধার্মিকের ধার্মিকতা তাহার উপরে বর্তিবে, ও দুষ্টের দুষ্টতা তাহার উপরে বর্তিবে। যিহিষ্কেল 18:20 ROVU

আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে, তখন তিনি তোমাদিগকেও জীবিত করিলেন ইফিষীয় 2:1 ROVU

[4]

কিন্তু বাহিনীগণের সদাপ্রভু বিচারে উন্নত হন, পবিত্রতম ঈশ্বর ধর্মশীলতায় পবিত্র বলিয়া মান্য হন। যিশাইয় 5:16 ROVU

এমন ধার্মিক লোক পৃথিবীতে নাই, যে সৎকর্ম করে, পাপ করে না। উপ 7:20 ROVU

সকলে বিপথে গিয়াছে, সকলেই বিকারপ্রাপ্ত হইয়াছে; সৎকর্ম করে, এমন কেহই নাই, একজনও নাই। গীত 14:3 ROVU

সকলে বিপথে গিয়াছে, একসঙ্গে বিকারপ্রাপ্ত হইয়াছে; সৎকর্ম করে, এমন কেহ নাই, একজনও নাই। গীত 53:3 ROVU

দেখ, অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। দেখ, তুমি আন্তরিক সত্যে প্রীত, তুমি গূঢ় স্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দিবে। গীত 51:5-6 ROVU

কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হইয়াছে রোমীয় 3:23 ROVU

তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন, যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন। যোহন 1:8 ROVU

[5]

কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে, সে বিচারের দায়ে পড়িবে; আর যে কেহ আপন ভ্রাতাকে বলে, ‘রে নির্বোধ,’ সে মহাসভার দায়ে পড়িবে। আর যে কেহ বলে, ‘রে মূঢ়,’ সে অগ্নিময় নরকের দায়ে পড়িবে। মথি 5:22 ROVU

তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, ‘‘তুমি ব্যভিচার করিও না”। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। মথি 5:27-28 ROVU

[6]

আমরা যদি বলি যে, আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই, এবং সত্য আমাদের অন্তরে নাই। ১ যোহন 1:8 ROVU

[7]

এই কথা বিশ্বসনীয়; আর আমার বাসনা এই যে, এই সকল বিষয়ে তুমি দৃঢ় নিশ্চয়তায় কথা বল; যাহারা ঈশ্বরে বিশ্বাসী হইয়াছে, তাহারা যেন সৎকার্যে ব্যাপৃত হইবার চিন্তা করে। এই সকল বিষয় মনুষ্যদের পক্ষে উত্তম ও সুফলদায়ক। তীত 3:8 ROVU

[8]

কেননা অনুগ্রহেই, বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ; এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান; তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। ইফিষীয় 2:8-9 ROVU

যে কার্য করে, তাহার বেতন ত তাহার পক্ষে অনুগ্রহের বিষয় বলিয়া নয়, প্রাপ্য বলিয়া গণিত হয়। কিন্তু যে ব্যক্তি কার্য করে না- তাঁহারই উপরে বিশ্বাস করে, যিনি ভক্তিহীনকে ধার্মিক গণনা করেন- তাহার বিশ্বাসই ধার্মিকতা বলিয়া গণিত হয়। রোমীয় 4:4-5 ROVU

কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের মধুর স্বভাব এবং মানবজাতির প্রতি প্রেম প্রকাশিত হইল, তখন তিনি আমাদের কৃত ধর্মকর্মহেতু নয়, কিন্তু আপনার দয়ানুসারে, পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন তীত 3:4-5 ROVU

[9]

তখন তাহারা তাঁহাকে কহিল, আমরা যেন ঈশ্বরের কার্য করিতে পারি, এ জন্য আমাদিগকে কি করিতে হইবে? যীশু উত্তর করিয়া তাঁহাদিগকে কহিলেন, ঈশ্বরের কার্য এই, যেন তাঁহাতে তোমরা বিশ্বাস কর, যাঁহাকে তিনি প্রেরণ করিয়াছেন। যোহন 6:28-29 ROVU

কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হইয়াছে- উহারা বিনামূল্যে তাঁহারই অনুগ্রহে, খ্রীষ্ট যীশুতে প্রাপ্য মুক্তি দ্বারা, ধার্মিক গণিত হয়। তাঁহাকেই ঈশ্বর তাঁহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন; যেন তিনি আপন ধার্মিকতা দেখান- কেননা ঈশ্বরের সহিষ্ণুতায় পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হইয়াছিল- যেন এক্ষণে যথাকালে আপন ধার্মিকতা দেখান, যেন তিনি নিজে ধার্মিক থাকেন, এবং যে কেহ যীশুতে বিশ্বাস করে, তাহাকেও ধার্মিক গণনা করেন। রোমীয় 3:23-26 ROVU

[10]

কেননা পাপের বেতন মৃত্যু; কিন্তু ঈশ্বরের অনুগ্রহ-দান আমাদের প্রভু যীশু খ্রীষ্টেতে অনন্ত জীবন। রোমীয় 6:23 ROVU